সুগন্ধি মন

লেখক : সাজিদুল ইসলাম

মনের সুগন্ধি নড়ে,
ঘুড়ে বেড়ায় জঙ্গলে জঙ্গলে।
গন্ধ বিধুর আমার  অঙ্গনে,
স্বাদ নিতে চাই বঙ্গ বনে।
এই গানে রস  কবিতার ছন্দে,
দুঃখ চলে যায় বড় আনন্দে।
মনের ক্রন্দন অতিবৃদ্ধে,
যা ঘটে মাঝে মাঝে।
সুখ সুখ সুখ …

ভুলিনি কিছু

লেখক : সাজিদুল ইসলাম

যত না কেন দূরে থেকো
নিশির স্বপনে কাছে আসো।
ভুলবো না তোমাকে আমি
আমার মন কেড়েছে জানি,
কেন তুমি চুপ আমার কথায়!
বল কিছু শুনে যাই।
যা দেখেছি দূর থেকে তোমাকে
ভুলিনি কিছু এখনো মনে পড়েছে।…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন