১৫ই আগস্ট
কবি: শান্তা মুখোপাধ্যায়
আজ টিকিট কেটেছে আমোদীবালা।
বহুবার পরা ও সদ্য কাচা শাড়ির আঁচলে
টিকিটটা বাঁধতে গিয়েও
থমকে দাঁড়িয়ে উলটে পালটে দেখছে।
সোদপুরে ওষুধকলে কাজ করে আমোদীবালা।
বোতল ধোয়ার কাজ।
ধুয়ে ধুয়ে হাতদুটো হাজা।
মজুরি ছিল তিনহাজার
গেল মাসে থেকে …