জীবনের জোড়াতালি
লেখক : শারমিন শিলা রিয়া
রোদের আলোয় নারকেল গাছের উপর
বসে থাকা কাকের ঊজ্জ্বলতা যেন দ্বিগুণ দেখায়!!
পাশের বাড়ির বড় মেয়ের বিয়ের
কাঁচা মেহেদিপাতা বাটার সুবাস যেন ছড়ায়ে পড়ে!
দেনা টাকার ঋণ শোধ করতে না পেরে
কাজলীর মা গ্রাম ছেড়ে …
shila21sharmin@gmail.com
রোদের আলোয় নারকেল গাছের উপর
বসে থাকা কাকের ঊজ্জ্বলতা যেন দ্বিগুণ দেখায়!!
পাশের বাড়ির বড় মেয়ের বিয়ের
কাঁচা মেহেদিপাতা বাটার সুবাস যেন ছড়ায়ে পড়ে!
দেনা টাকার ঋণ শোধ করতে না পেরে
কাজলীর মা গ্রাম ছেড়ে …
জলে ভাসা এক কচুরিপানা।
ঠিকানাহীন এক ছন্নছাড়া!
বসে গায়ে জড়ায়
হতাশার চাদরখানা।
এ যেন নিয়তির নতুন খেলা।
কেন জানি পাই না স্বাধীনতা।
মুক্ত আকাশে ডানাহীন পাখি
মেলে না তার দু’চোখ জোড়া!
হয়তো পায় না বন্ধনজোড়া।…
আমার এলোমেলো যত লেখা,
অপ্রয়োজনীয় যত পৃষ্ঠা,
লিখে রেখেছিলাম যাতে
বিষন্নতায় চাপা কবিতা,
রেখে যাবো সব।
আমার নির্ঘুম রাত্রি,
অন্ধকারে ডুবন্ত নিশি,
হতাশায় ভরপুর দিন,
মন খারাপের দীর্ঘ রজনী,
একাকিত্বে কাটানো প্রহর,
রেখে যাবো সব।…