শেষে বোধি চূড়ায়
লেখক : শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়
উপলব্ধির শেষে শান্তি আসলে
কবিতার পাণ্ডুলিপির অক্ষর
ডানা মেলে ছন্দের আকাশে
তিন ভুবন দূরে দাঁড়িয়েও
দেখা যায় সেই উড়ান
তবু পদ্মের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে
পৌঁছতে হয় অন্দরমহলে
সেই অন্দরমহলেই সুখের বৃষ্টি
আমি সেখান থেকেই চলে …

