পুরুষের জন্ম
লেখক : শৌনক ঠাকুর
দেবতার উপর দাঁড়িয়ে দেবী
শাশ্বত কালো দু’টি পা বুকে
দৃষ্টি বহুদূর নিক্ষিপ্ত
জিহ্বার অবস্থান কিন্তু বর্তমানে।
সর্বশক্তিমানরা যাদের অধিকাংশই ছিল পুরুষ
আচার বিচার নিষেধ বোনে যারা প্রতিনিয়ত
করজোরে প্রার্থনা করেছিল সেই তারাই একদিন
যে ভাবে ভয়ার্ত …