তৃষ্ণা

লেখক : শ্রাবণী চক্রবর্ত্তী দীপা

এই যে কিসব দূরত্ব রাখেন
সহজ হয়েও সহজে ধরা দেন নাহ।
অথচ আমি সরল হয়ে বসে থাকি
একটু আদরে পায়ের শিয়রে বসে পড়ি।
যেমন এক টুকরো বিস্কুটের আশায়
ছুটে আসে পথের ছোট্ট কুকুরছানা,
আমি কি …

দেনা পাওনা

লেখক : শ্রাবণী চক্রবর্ত্তী দীপা

যার থেকে চাওয়া হয়
যাকে কেন্দ্র করে চাওয়া হয়
সে ভিন্ন, গোটা পৃথিবী যেন নতজানু হতে প্রস্তুত থাকে।।
অথচ এই বৃত্ত তো আমরা চাইনি
এক ক্ষুদ্র বিন্দুর কাছাকাছি পৌঁছতে চেয়েছি দীর্ঘকাল
অথচ সেই বিন্দু অধরা …

প্রস্থান

লেখক : শ্রাবণী চক্রবর্ত্তী দীপা

আমি চলে যাওয়ার পরেও
তোমার শহরে বসন্ত আসে।
আমি চলে গেছি বলে তোমার
হাতঘড়িটা বন্ধ হয়ে যায় না।
আমি চলে যাওয়ার পরেও
তুমি প্রতিদিন তোমার জগতে থাকো।
তোমার জগতে ফুল ফোটা
পাতা ঝরা একদিনও বন্ধ…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।