অভিমান – ৬২
কবি: শ্যামল শুক্লা
কাশ্মীরে যাবো না আমি
যাবো নাকো রামভূমি কিংবা বাবরিতে
সেখানে বিরোধ — দ্বন্দ্ব ।
ট্রেনেও চড়বো না আমি
চড়বো না বাসে কিংবা অন্য কোনও যানে
সর্বত্র আগুন জ্বলে —
উন্মত্ত ক্রোধের।
এই ঘৃণার আবহে
কোথাও যাবো না …
Email ID missing
কাশ্মীরে যাবো না আমি
যাবো নাকো রামভূমি কিংবা বাবরিতে
সেখানে বিরোধ — দ্বন্দ্ব ।
ট্রেনেও চড়বো না আমি
চড়বো না বাসে কিংবা অন্য কোনও যানে
সর্বত্র আগুন জ্বলে —
উন্মত্ত ক্রোধের।
এই ঘৃণার আবহে
কোথাও যাবো না …