মেঘ বৃষ্টি রোদ
লেখক : শেখ শাহাদাৎ হোসেন
খুকুর মত অভিমানে গাল ফুলিয়ে আছে
আকাশটাকে লাগছে তেমন আজকে আমার কাছে
নিকষ কালো মেঘে ছাওয়া
পাচ্ছি নাকো একটু হাওয়া
ঘন আঁধার ঝুপসি বাঁধা বুনো ডুমুর গাছে
ভয়ে আছি আকাশ যেন ফেলবে কেঁদে পাছে।
তাইতো
shahadatalfa69@gmail.com