গতানুগতিক

লেখক : স্নেহা বিশ্বাস

মায়ের গর্ভে এলাম আমি –
তখনও আমায় নষ্ট করার করলে অনেক চেষ্টা।
তোমাদের চোখে, পুত্র সমান নাইবা হলাম দামি।
তবুও আমি হতে পারি জগৎ শ্রেষ্ঠা।
ছোটো থেকে আমার প্রতি এত অবহেলা,
সমাজ আমায় শিখিয়ে দিল খেলনাবাটি …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।