স্বপ্ন বেঁচে থাকে
লেখক : সোমনাথ লাহা
আমার চারপাশ জুড়ে প্রতিক্ষণে
ঘোরাফেরা করে বেড়ায় অজস্র স্বপ্ন
চোখ বন্ধ করলেই তাদের দেখি।
ধরতে পারি না অজানা কারণে
সবটাই যে আমার কল্পনার বুনন
তা নয়, আসলে স্বপ্নেরা থাকে
মুহূর্তে উদয় হয়, আবার চলেও যায়।
মন …
somnathlaha090@gmail.com
আমার চারপাশ জুড়ে প্রতিক্ষণে
ঘোরাফেরা করে বেড়ায় অজস্র স্বপ্ন
চোখ বন্ধ করলেই তাদের দেখি।
ধরতে পারি না অজানা কারণে
সবটাই যে আমার কল্পনার বুনন
তা নয়, আসলে স্বপ্নেরা থাকে
মুহূর্তে উদয় হয়, আবার চলেও যায়।
মন …