নির্মাণ

লেখক : সোনালী ঘোষ


আদরিনী বলে সপ্তমে চড়াও বাঁশী,
জান না, অধিক বিহ্বল হলে বৈরাগ্য ওঠে বেজে,
তখন বনে বনে ছায়া…
 
আমি বিলাসী পিঠে বেণী রাখি
চোখেতে যমুনা…অভিসার যদি নাই জান কিশোরী,
তোমারও রাই খসে যায়। বদনাম পায় …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।