আবহমান

লেখক : সৌম্যদ্বীপ চক্রবর্তী

রাস্তার এক পাশে শরিকি বাড়িটা একা
চারটে সংসার ছিটকে গেছে চারটে খোপে

ছাদ লাগোয়া লোহার পাইপে এক চিলতে ফাটল
চুঁইয়ে পড়া জলে কিছু লতা
অযত্নে বড় হচ্ছে ফাল্গুনের রোদে


লেখক পরিচিতি : সৌম্যদ্বীপ চক্রবর্তী
জন্মসূত্রে সোদপুর …

কদম

লেখক : সৌম্যদ্বীপ চক্রবর্তী

যেদিন সন্ধেবেলা মুষলধারে বৃষ্টি নামে
সন্ধে ফুরোনোর আগেই পথঘাট একা
শুধু কালো জল পড়ে থাকে খানাখন্দে

সেই সব দিন‌ও মাঝরাত‌ অবধি
ঝিরঝিরে বৃষ্টি
আর কদম

ধীর পায়ের জলছাপ
রিক্সার চাকা জল কেটে এগোলে
একটা শব্দ

অনেক …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।