সৌরভ বন্দ্যোপাধ্যায়-এর দুটি কবিতা

কবি: সৌরভ বন্দ্যোপাধ্যায়

ইচ্ছেপোশাক, চাঁদ রঙের সন্ধে

যখন একা লাগে
নিজেকে উড়িয়ে দিই
ফুরিয়ে দিই…
আর কখন আমার
কথাজন্ম
টুপ করে গিয়ে বসে পড়ে
তোমার ডিপ ইউয়ের নীচে…
তুমি না-জেনেই ভাসিয়ে দাও সব!

তোমার চুলের ডগায় লেগে থাকা
অল্প-একটু স্বপ্নজল …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।