রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
লেখক : সৌরভ দেববর্মণ
এই বসন্তে ফাগুন জমাব। নিজের মুঠোয় আগলে রাখবো বসন্ত। বছরের বিভিন্ন কর্কশ সময়ে ফাগুন ফেরি করব অনিকেতের বিশ্বে। বজ্র-বিদ্যুৎসহ প্রবল বর্ষণের পূর্বাভাস থাকলে সরেজমিনে ক্ষয়ক্ষতি মাপতে বসন্তবৌরি পাখিদের নেতৃত্বে পরিযায়ী পাখিদের পাঠাব। এতো কাছ থেকে পাতা …