আলেয়া
লেখক : সৌরভ দেববর্মণ
তোমাকে এখনও এভারগ্রীনই ভাবি
তুমিই আমার একডালিয়া ছিলে
হাঁটতে যেমন পুতুল, দেওয়া চাবি…
সেবার হিট ছিলে চুড়িদার, হাই হিলে
আমি পরিচিত এপার বাংলা জাতক
তুমি বিদেশিনী অরিজিন হ’ল সিলেট
তোমার ফ্যামিলি হাইফাই বড়োলোক
আমরা অভাবী, বাবা …
sdbkol001@gmail.com
তোমাকে এখনও এভারগ্রীনই ভাবি
তুমিই আমার একডালিয়া ছিলে
হাঁটতে যেমন পুতুল, দেওয়া চাবি…
সেবার হিট ছিলে চুড়িদার, হাই হিলে
আমি পরিচিত এপার বাংলা জাতক
তুমি বিদেশিনী অরিজিন হ’ল সিলেট
তোমার ফ্যামিলি হাইফাই বড়োলোক
আমরা অভাবী, বাবা …
এই বসন্তে ফাগুন জমাব। নিজের মুঠোয় আগলে রাখবো বসন্ত। বছরের বিভিন্ন কর্কশ সময়ে ফাগুন ফেরি করব অনিকেতের বিশ্বে। বজ্র-বিদ্যুৎসহ প্রবল বর্ষণের পূর্বাভাস থাকলে সরেজমিনে ক্ষয়ক্ষতি মাপতে বসন্তবৌরি পাখিদের নেতৃত্বে পরিযায়ী পাখিদের পাঠাব। এতো কাছ থেকে পাতা …
গোলাপ
আমার মধ্যে কী পায় কে জানে!
গো লাফ দেয় শিং উঁচিয়ে
ভক্ত নই যে, ভগবতী বুঝি
বাঁচার শখ দেবে ঘুচিয়ে
তোমরা যখন গোলাপ পাচ্ছ
কাঁটাও রাংতা মোড়ানো
আমার কানে রূদ্ধ সংগীত
হতাশ হয়োনা জোর আনো…
মোহ
ডিনারের প্লেটে আলগোছে পড়ে থাকো
লালা আর লালসার মাঝে তুমি সাঁকো
খাওয়া শেষে দাঁতকাঠি বাড়তি তাড়ায়
যেভাবে বসতি বাড়ে পাশের পাড়ায়
বাড়তি ফিরিয়ে টিপস্ খোঁজে ওয়েটার
মোহের শৈত্য কবে ঢাকে সোয়েটার!
বৈপরীত্য
কফিতে চুমুক দিয়ে …
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
