বৃত্ত

কবি: শ্রীজা দত্ত

মুখোমুখি দাঁড়িয়ে দু’জন,
এক আকাশেই পথ হাঁটি!
পাথর ভাঙ্গার শব্দ শোনায়-
গভীর রাতের কান্নাকাটি।

ওপার থেকে নৌকো আসে,
সরলরেখাই মাপে কোন!
অন্ধকারের ঢেউয়ের মতো-
খুঁজতে থাকে অস্থির মন।

দেখা হবে আবার যেদিন,
সময় করে দাঁড়িয়ে থেকো!
আমার মতো …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন