স্বীকারোক্তির কয়েকটি অক্ষর
লেখক : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়
দুঃখের মাঠ এক সময় কাঠ হয়ে এলে
বটবৃক্ষের চূড়ায় আসে ফাল্গুন…
আর তুমি সরে যাও আমার থেকে আরও দুহাত!
তবু পথটুকু ফুরায়…
পড়ন্ত জোৎস্নার আলোয় শুয়ে থাকা
কয়েকটা পাণ্ডুলিপির অবশেষ
তখনও ডুব সাঁতার কাটে,
প্রেমপত্রে …

