নিষ্প্রভ বাসনা
লেখক : শুভ জিত দত্ত
অব্যক্ত বাসনাগুলো রূপ বদলিয়ে
সময়ের সাথে সাথে নিষ্প্রভ হয়ে
হারিয়েছে তার রং আর জৌলুস।
কালেভদ্রে ফিকে হয়ে তা নিস্তব্ধ
ক্লান্ত ফেরি ভিড় করে হাজারো স্বপ্ন
ঢেউ এর সাথে মিলিয়ে যায়।
অবাঞ্ছিত বাসনা দিগ্ভ্রান্ত পথিক
হয়ে …