জোড়া পদ্য
কবি: শুভ জিত দত্ত

তুমি সেরা
ব্যার্থতা সব দূরে ঠেলে
তুমি যাচ্ছ আপন মনে,
শত বাধা জয় করেছো
আপন মনের জোরে।
থামোনি তো পথের মাঝে
চলছো আপন ছন্দে,
ভয় পেয়ে যাওনি সরে
এগিয়েছো বারে বারে।
কাজ দেখে অবহেলা
তোমার মাঝে …
Email ID missing
তুমি সেরা
ব্যার্থতা সব দূরে ঠেলে
তুমি যাচ্ছ আপন মনে,
শত বাধা জয় করেছো
আপন মনের জোরে।
থামোনি তো পথের মাঝে
চলছো আপন ছন্দে,
ভয় পেয়ে যাওনি সরে
এগিয়েছো বারে বারে।
কাজ দেখে অবহেলা
তোমার মাঝে …