নিষ্প্রভ বাসনা

লেখক : শুভ জিত দত্ত

অব্যক্ত বাসনাগুলো রূপ বদলিয়ে
সময়ের সাথে সাথে নিষ্প্রভ হয়ে
হারিয়েছে তার রং আর জৌলুস।
কালেভদ্রে ফিকে হয়ে তা নিস্তব্ধ
ক্লান্ত ফেরি ভিড় করে হাজারো স্বপ্ন
ঢেউ এর সাথে মিলিয়ে যায়।
অবাঞ্ছিত বাসনা দিগ্ভ্রা‌ন্ত পথিক
হয়ে …

রূদ্ধ শিকলের বেড়ি

লেখক : শুভ জিত দত্ত

দমবন্ধ হয়ে আসা সময়ের মুখোমুখি দাঁড়িয়ে
প্রতিবাদের মিছিলে দাবি আদায়ের হাহাকার,
সান্ত্বনা আর অত্যাচারের যাঁতাকলে পিষ্ট হয়ে
নিঃশব্দতা ভেঙে ফেলার গর্জন ভেসে আসে।

জনরোষের অনল ধারণ করার দীপ্ত প্রয়াস
উজ্জীবিত দীক্ষিত মন্ত্রে শপথের আহ্বান,
বজ্রপাতের …

জোড়া পদ্য

কবি: শুভ জিত দত্ত

তুমি সেরা

তুমি সেরা

ব্যার্থতা সব দূরে ঠেলে
তুমি যাচ্ছ আপন মনে,
শত বাধা জয় করেছো
আপন মনের জোরে।
থামোনি তো পথের মাঝে
চলছো আপন ছন্দে,
ভয় পেয়ে যাওনি সরে
এগিয়েছো বারে বারে।
কাজ দেখে অবহেলা
তোমার মাঝে …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন