কারণ খুঁজলে পাওয়া তো যাবেই
লেখক : সুবীর সেনগুপ্ত
দিন এসে গেল, অপেক্ষা নেই
সকলেই জানি দিন আসবেই
দিন সূচনাতে আরম্ভ কাজ
কাজ থেমে যাবে দিন অন্তেই।
বহুদিন পরে তুমি এসেছিলে
এসেছিলে এক কারণের বলে
তোমার আমার ছিল সম্মতি
আসার কারণ ছিল না তো ছলে।…
sengupta.sbr@rediffmail.com
দিন এসে গেল, অপেক্ষা নেই
সকলেই জানি দিন আসবেই
দিন সূচনাতে আরম্ভ কাজ
কাজ থেমে যাবে দিন অন্তেই।
বহুদিন পরে তুমি এসেছিলে
এসেছিলে এক কারণের বলে
তোমার আমার ছিল সম্মতি
আসার কারণ ছিল না তো ছলে।…