ভীরু
লেখক : সুঞ্জনা
রাস্তায় লোকে মার খাচ্ছে, আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছি।
পাড়ার লোক মার খাচ্ছে, আমি না দেখার ভান করে চলে যাচ্ছি।
একজন উপকারী লোক মার খাচ্ছে, এবার আমি ‘আহা রে’ করার জন্য একটু দাঁড়াচ্ছি,
কিন্তু প্রতিবাদ করছি না।…
sunjanaduttaroy@gmail.com
রাস্তায় লোকে মার খাচ্ছে, আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছি।
পাড়ার লোক মার খাচ্ছে, আমি না দেখার ভান করে চলে যাচ্ছি।
একজন উপকারী লোক মার খাচ্ছে, এবার আমি ‘আহা রে’ করার জন্য একটু দাঁড়াচ্ছি,
কিন্তু প্রতিবাদ করছি না।…
আমার আর কিচ্ছু নেই হারিয়ে যাওয়ার অভ্যেসটুকু ছাড়া,
ফিরে আসার ডাক এলেই হারিয়ে যেতে ইচ্ছে হয়, যাতে ফিরতে না হয়।
আমার আর কিচ্ছু নেই আপনজনের বুকের ওমটুকু জাপটে ধরে রাখার অভ্যেসটুকু ছাড়া।
যখন হাত ছেড়ে চলে যেতে …