সোয়েটার

লেখক : সুপ্রিয়া মণ্ডল

ছাদে মাদুর পেতে শীতের রোদে পিঠ দিয়ে পা ছড়িয়ে বসে বিনতাদেবী একমনে উল কাঁটা দিয়ে সোয়েটার বুনে চলেছেন। এটা কিন্তু তাঁর অবসর যাপন নয়, এ তাঁর বহুদিনের অভ্যেস, বা বলা ভাল তাঁর ভালবাসা। কী শীত, কী

আমার সমাজ

লেখক : সুপ্রিয়া মণ্ডল

চলছে গুলি, উড়ছে ধোঁয়া, ক্ষমতার এই মিথ্যে শোষণ;
যুদ্ধ যুদ্ধ খেলা শেষে, ক্লান্ত সবাই এখন ভীষণ।

ঝান্ডা ধ’রে মোড়ের মাথায়, উঠছে কথা কথার ফাঁকে;
কোরান, গীতা এক হয়ে যাক বিভেদ ভুলে বইয়ের তাকে। 

রহিম-রামের দ্বন্দ্ব আজও,

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন