প্রেম

লেখক : সুতীর্থ দত্ত

কেন তোমার এই বিশ্বাস?
কেন তোমার এই চাওয়া,?
তোমার এই প্রাপ্তি, তোমার এই মায়া,
শুধু একটু চিনিয়ে দিও।
জানি এই বিশ্বাসেই যাপন,
খুব ক্ষুদ্র জীবন, একটু সঙ্গ দিও।

ছোট্ট আশা, অল্প দাম,
বিরাট সুখ আর যোগ্য …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।