ও বসন্ত ; একটু দাড়াও
লেখক : তন্ময় দাস
ও বসন্ত তুমি না, প্রেমের চিঠি বাও?
একটি চিঠি আমার জন্য , তুমি চাও
ভ্রমরের কানে তুমি গুঞ্জর তুলি-
মালঞ্চ, মাধবিতে সখা প্রেম বুলি-
নিমের ডালে টুনটুনিরে একটু সুধাও।
ও বসন্ত তুমি না, প্রেমের চিঠি বাও?…
tanmaygajaldobano10@gmail.com
ও বসন্ত তুমি না, প্রেমের চিঠি বাও?
একটি চিঠি আমার জন্য , তুমি চাও
ভ্রমরের কানে তুমি গুঞ্জর তুলি-
মালঞ্চ, মাধবিতে সখা প্রেম বুলি-
নিমের ডালে টুনটুনিরে একটু সুধাও।
ও বসন্ত তুমি না, প্রেমের চিঠি বাও?…