লড়াই
লেখক : তন্ময় খাটুয়া
ওরা লড়াই করে বাঁচে
ওরা পথের ধুলো মাখে,
ওরা স্বপ্ন বুকে রেখে
জ্বালায় মনের আঁচে।
ওরা কষ্ট চেপে বুকে
হাসি মুখে থাকে,
ওরা কান্না মুছে ফেলে
নতুন করে বাঁচে।
ওরা পেটের দায়ে খাটে
ওরা জীবন বাজী …
tanmoykhatua566@gmail.com
ওরা লড়াই করে বাঁচে
ওরা পথের ধুলো মাখে,
ওরা স্বপ্ন বুকে রেখে
জ্বালায় মনের আঁচে।
ওরা কষ্ট চেপে বুকে
হাসি মুখে থাকে,
ওরা কান্না মুছে ফেলে
নতুন করে বাঁচে।
ওরা পেটের দায়ে খাটে
ওরা জীবন বাজী …