পথ
কবি: তনুশ্রী বাগ
কেউ, এমনও ভাবনায় বহুদূর যাই
হাত ধরি, অপরাধ গ্রহণ করি, হাঁটি
লালধুলা, কাঁকরের পথে কে যেন
রেখে গেছে হাওয়ার দশদিক,
লুকিয়ে ফেলা চিঠির
কবেকার ক্লান্ত মুখ, ধীর, উড়ে যায়
চাঁদের বিশ্রামে
তবু হাঁটি। পথ পড়ে থাকে, গৃহী …
Email ID missing
কেউ, এমনও ভাবনায় বহুদূর যাই
হাত ধরি, অপরাধ গ্রহণ করি, হাঁটি
লালধুলা, কাঁকরের পথে কে যেন
রেখে গেছে হাওয়ার দশদিক,
লুকিয়ে ফেলা চিঠির
কবেকার ক্লান্ত মুখ, ধীর, উড়ে যায়
চাঁদের বিশ্রামে
তবু হাঁটি। পথ পড়ে থাকে, গৃহী …
তোমাকে খোঁজার দরকার ছিল খুব,
তড়িঘড়ি মিশে যাই পথচলতি ভিড়ে
আমার বেশ লাগে মানুষের সান্নিধ্য, ভিড়…
পা ঘষে ঘষে, এ ওর দিকে তাকিয়েও কিছুতেই
এগোনো যায় না যতক্ষন না
পেছনের মানুষের ধাক্কা খাওয়া যায়, সজোরে
সেই ধাক্কা- …