মৃত্যু কোল
লেখক : তীর্থঙ্কর সুমিত
একটা মৃত্যু চাই
সময় করে সব আবদার মেনে নেব
উড়ন্ত পায়রার ওম ছুঁয়ে প্রতিজ্ঞারত।
আমার আমি এখন…
একটা মৃত্যু চাই
কথা ভোলানো পথ আজ সবুজ হারিয়ে
নিরুদ্দেশ পথযাত্রী।
সময়মত একটু রঙ ছিটিও আমার বুকে।
নীল, সবুজ …
sumitghoshone@gmail.com
একটা মৃত্যু চাই
সময় করে সব আবদার মেনে নেব
উড়ন্ত পায়রার ওম ছুঁয়ে প্রতিজ্ঞারত।
আমার আমি এখন…
একটা মৃত্যু চাই
কথা ভোলানো পথ আজ সবুজ হারিয়ে
নিরুদ্দেশ পথযাত্রী।
সময়মত একটু রঙ ছিটিও আমার বুকে।
নীল, সবুজ …
নৈঃশব্দের সেলুরারে বন্দী হিসেবের তর্জমা,
রৈখিক ব্যবধানে আর্তনাদের অনুভূতি
একান্ত ফেলে আসা স্মৃতির দিকে…
ক্রমশঃ বিবর্তন হতে হতে
মিশে যাওয়া যত গ্লানি একদি্ন
মুছে যাবে আদিগন্তের পথে
হিসেবের বর্ণমালা বহু পথ ধরে,
ক্লান্তমুখর জনস্রোত হারিয়ে যাবে…
মুছে যাওয়া দিনগুলো
এখন আয়নার কথা বলে
এক পা, দু’পা – প্রতি পায়ে পায়ে
ইতিহাস জড়িয়ে থাকে
কথা পাল্টানো মুহূর্তে…
“তুমি” নামে একটা ছায়া
আজ অতীতের দরজায় কড়া নাড়ে
ব্যর্থ পরিহাসের কথনে
অসমাপ্ত চিঠি আমার বালিশের …
অন্ধকার নেমে এলে
আমি আকাশের দিকে তাকাই
নীরবতা জুড়ে অসমাপ্ত সময়
আমায় ঢেকে দেয় ইচ্ছার নৈপুণ্যতায়
পরিত্যক্ত মুহূর্ত
বৃষ্টির ঘোলা জলে জীর্ণ হয়ে দাঁড়িয়ে থাকে
রঙ চটা বিভিন্ন অক্ষর
নক্ষত্র মালা হয়ে অমাবস্যার গায়ে
আমাকে মেঘের…
দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন