আত্মার পোড়া স্মৃতিতে

লেখক : উসামা মুবিন জোহার

আমি অদ্ভুত একজন মানুষ,
একই মেয়েকে ভালবাসি প্রাণ দিয়ে,
আবার ঘৃণাও করি প্রাণান্তক ঘৃণায়।
 
তার জন্য ছটফট করি,
তার জন্য রাত জেগে শব্দ বুনি,
তবুও সামনাসামনি দাঁড়িয়ে
দুইটা শব্দও উচ্চারণ করতে পারি না।
 
একতরফা ভালবাসা…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।