অভিজ্ঞান
কবি: উত্তম চৌধুরী
কোনও পথ চূড়ান্ত নয়।
আলোর উলটো দিকে চোখ
টেনে আনে অযাচিত ভয়।
আঁধিমুখ দেখেছ কখনো?
সুনামির ভয়াবহ শ্বাস?
আমফানের তীব্র বাতাস?
ভারবাহী উটের মতোই
অনেকের পথ ক্লান্তিকর।
অভিজ্ঞানে জেনেছে মানুষ
কখন ভেঙেছে কার ঘর।
ছবি: প্রণবশ্রী হাজরা…