এ বনানী কাহার?

লেখক : মলয় বন্দ্যোপাধ্যায়

এ বনানী কাহার তাহা আমি জানি।
এই গ্রামে তার বাস ঠিক বলে মানি;
আমারে সে দেখিবে না থামিতে হেথায়
বনানী সুপ্ত আছে হিম শয্যায়
আমার ক্ষুদ্র অশ্ব তীব্র দ্বিধায়,
কি কারণে প্রভু মোর থামিল হেথায় ?
তুহিনাবৃত হ্রদ ও বনানী মাঝারে
তমসাবৃত সন্ধ্যা সেরা এ বৎসরে।
জিনের ঘন্টাখানি শুধু নাড়া দেয়
ভুল হইয়াছে কিনা,আমারে শুধায়।
আর কোনো শব্দ নাহিক হেথায়
শুধুই তুষার ঝরে, সমীরণ বয়।
সুন্দর বনানী ঘন, গহীন আঁধার,
আমাকে রাখিতে হবে প্রতিজ্ঞা আমার ।
নিদ্রাবেশের পূর্বে যেতে হবে দূর,
নিদ্রাবেশের পূর্বে যেতে হবে দূর।

মূল কবিতা: Stopping by Woods on a Snowy Evening
কবি: Robert Frost
অনুবাদ: মলয় বন্দ্যোপাধ্যায়


লেখক পরিচিতি : মলয় বন্দ্যোপাধ্যায়
জন্ম হাওড়ার শিবপুরে | কৈশোর কেটেছে পূর্ব বর্ধমানের একটি গ্রামে | ইংরাজী সাহিত্য ও মাস কম্যুনিকেশন নিয়ে পড়াশোনা প্রথম জীবনে সাংবাদিকতা , পরবর্তী পর্যায়ে অধ্যাপনা |

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন