লেখক : শুভজিৎ দাস
ধর্মের নামে ভাগাভাগি ফুল
শিখেছি যা সবই আজ ভুল,
রাজনীতি আনে ধর্মে প্রাণ
গেঁদা হিঁদু আর লিলি মুসলমান
আকাশ বাতাসও ভাগ না হয়
পাখিদের হবে ধর্মপরিচয়?
ভোটের খেলায় খেলছি খেল
খেজুর মুসলিম -হিঁদু নারিকেল
বিপদে পড়েছে এক উজবুক
ফলের নামে তিনি তরমুজ,
বাইরে সবুজ লাল ভিতরে
আধা মুসলিম আধা হিঁদুরে
কাজীর কবিতা আজ ভীতিতে
একই বৃন্তের দুটি কুসুম
নানান রঙের রাজনীতিতে।
লেখক পরিচিতি : শুভজিৎ দাস
স্বরচিত, ছন্দ মেলানো