লেখক : দালান জাহান
ইদানীং ফিরতে ভুলে যাচ্ছি
ঠিক কোথায় ফিরব
ক্যালোন্ডারে বন্দি জীবন
প্রদর্শনীতে ব্যস্ত শরীর
বার, মাস বছর ভুলে যাচ্ছি।
দুঃখখুঁটি ভেঙে একদিন
পৃথিবী ভর্তি জলে তৃষ্ণা মেটাবে
প্রেমিক শিশু..!
হায় শিশু অনাদরে লম্বা শিশু!
হাসি ভুলে যাচ্ছি কান্না ভুলে যাচ্ছি
কাচ্চিতে মুখ তোলা জমজ ভালোবাসা
একরাত দুঃখ খেয়ে তিন রাত কুকুর!
সুনাম করছি! তার সুনাম করছি!
লেখক পরিচিতি : দালান জাহান
কবিতাকর্মী