একাকীত্বের লোভে

লেখক : অর্দ্ধেন্দু গায়েন

শীতের আগেই যদি তুমি আসো সুপর্ণা,
কোনো কাজ রাখবো না এই কয়েক মাস।
প্রত্যেকটি সকাল থেকে সন্ধ্যা শীত ঘুমে
কাটিয়ে দেব,ভয়ঙ্কর একাকীত্বের লোভে।
নির্জন পুরীর সমুদ্র সৈকতে,
তোমার উষ্ণতায় জড়িয়ে থাকবো আমি।
অতীতের স্মৃতিগুলো খুঁজতে খুঁজতে,
হারিয়ে যাবো চোরা বালির তলায়।
বিশাল ঢেউয়ের মাদকতায়
নোনা জলের শ্বেতশুভ্র ফেনায়, যেখানে
মুক্তদানা ছড়িয়ে পড়ে সমুদ্রের বুকে।
আমাদের দৃষ্টি তখনও নীল দিগন্তে।
শীতের আবেশে জমে থাকা মন,
জায়গা নিতে চায় তোমার আঁচলের
নিচে। শিশির ভেজা চন্দ্রমল্লিকা,ডালিয়া–
মুগ্ধ চোখে খুঁজবে
সেই আলোকের ছবি।


লেখক পরিচিতি : অর্দ্ধেন্দু গায়েন
জন্ম উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জের মাধবকাটী গ্রামে।পেশায় সরকারী চাকুরী হলেও নেশা পড়াশোনা , ইচ্ছে হলেই লেখা-সে কবিতা, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ যা কিছু হতে পারে, অবসরে বাগান করা,ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা ইত্যাদি।তবে সব পরিচয়ের সমাপ্তি ঘটে সৃষ্টিতে --পাঠক যেভাবে চিনবেন আমি সেভাবেই থেকে যাবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন