ফিরে যেতে চাই

লেখক : প্রজাপতি

সময় এখানেই থেমে যাক
আমি ফিরে যেতে চাই,
আবারও
সেই পুরনো দুনিয়াতে,
আমার কল্পনা কে সত্যি করতে ফিরে যেতে চাই
আবারও
সেই দুঃখের স্মৃতি তে ডুবে যেতে চাই,
নতুন করে স্মৃতি গড়ে নিতে চাই
ফিরে যেতে চাই ,
আমি আমার আগের পৃথিবীতে আরো একবার
এবার আর ভুল হবে না সাজাতে জীবন।
আমি এবার শিক্ষা দিয়ে রাঙিয়ে দেব,
আমার আগের জীবন
হাজারো রঙে ঝিলমিল করে উঠব্,।
আমার পুরনো পৃথিবী
আবার নতুন হয়ে,
আমি আবারও সুযোগ পাব
নিজেকে গড়ে নেব।
আমার নতুন পৃথিবীতে
থাকবেনা কোনো মিথ্যে বাদী,
থাকবেনা কোনো মিথ্যে প্রতিশ্রুতি
থাকবেনা কোথাও মুখোশ পরা আপন জন।
মিথ্যে আশা দিয়ে নিয়ে যাবে না,
কেউ আমার সুখ কেরে নেবে না
কেউ আমার মুখের হাসি।
আমি থাকব আমার মনের মত হয়ে
যে যার মতো থাকবে থাকুক
বিরক্ত করবনা আর কাউকে
আপন ভেবে কাছে ডেকে,
আঘাত নেব না গায়ে পেতে
নিজেই নিজের আপন জন হয়ে
আমি থেকে যাব।
আর কখনো করব না ভুল
নিজের থেকে দূরে থেকে,
আমি হব আমার কাছে মানুষ,
গড়বো আমার কল্পনা কে বাস্তবে নতুন রূপে……!


লেখক পরিচিতি : প্রজাপতি
প্রজাপতি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum