ইচ্ছে জাগে কবি হব

লেখক : সুমাইয়া বিনতে ইয়াহইয়া

ইচ্ছে জাগে কবি হব
হব কঠিন ভাষা, সেই ভাষাতে ছড়িয়ে দিব, দরুন মনের কথা।
ইচ্ছে জাগে হব আমি কাজি নজরুলের-ই মত, যাঁর ভাষাতে লক্ষ্য মানুষ হয়ে যেত নত।
ইচ্ছে জাগে হব আমি রবীন্দ্রনাথের কথা
যাঁর কথাতে শত মানুষ পেতো নির্মমতা।
কখনো বা ইচ্ছে জাগে হব ভিন্ন সুর, সেই ভাষাতে ছড়িয়ে দিব মনের-ই মাধুর।


লেখক পরিচিতি : সুমাইয়া বিনতে ইয়াহইয়া
লেখক বা লেখিকা হওয়া অতটাও সহজ নয় তবে নিজের ইচ্ছে দিয়ে যতটুকু পারি আলোড়ন ছড়াতে চাই সবার মাঝে।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন