লেখক : প্রভঞ্জন ঘোষ
মনে তোমার প্যাঁচ নেই
তাইতো রাতের রাজা,
লোকে যতই বক্র ক’রে
বলুক তোমায় প্যাঁচা।
অন্য পাখি কুটিল যারা
সর্বদা খল খোঁজে
কাগ ও শালিক দিনের বেলা
লাগে তোমার পিছে।
তাইতো নীরব নিথর ভরা
শান্ত বনে, মাঠে
জ্যোৎস্না মাখা রূপ-ভুবনে
তোমার রাত্রি কাটে।
চোখে তোমার চাতুর্য নেই
তাইতো চোখে আলো,
হীম-কুয়াশায় উড়ে যাওয়া
প্যাঁচা তুমি ভালো।
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী