শীতের সন্ধ্যা বিলাস

লেখক : অর্পিতা ঐশ্বর্য

শীতের সন্ধ্যাবেলা  এক পশলা  বৃষ্টি এসেছিল
হঠাৎ করেই কোথায় যেন কে কাঁপা কাঁপা কন্ঠে বলেছিলো
আমার শীতের সন্ধ্যাবেলার এক পশলা বৃষ্টি   তোমাকে দিলাম
তোমাকে সাজাবো আজ  বৈষ্টমী সাজে
কবিতার  ছন্দে সুরে নেচে নেচে
সন্ধ্যার সেই ঠান্ডা  মাতাল হওয়া
কাউকে কোথায় যেন সেই  কথাটা দেওয়া
কখনো কখনো  পূবালী ঝাপটা হয়
একই বাতাস নানা নামে বয়ে যায়
নানা রূপে নানা গন্ধে মন মাতায়
আজ সন্ধ্যাটা নিরব বড্ড
কারো মনে আজ অনেক কষ্ট
জমানো কন্ঠে জড়ানো , ছড়ানো উষ্ণতার আয়োজন,
কেউ বা কষ্টকে আজ  করছে বিসর্জন
স্পর্শের কাছে অস্পষ্ট আকাশ
হিমালয়ের বরফ ছোঁয়া  হিম বাতাস
কল্পনার উষ্ণ সব আহবান আজ অর্থহীন
ভালোবাসা টাও আজ ভাবনাহীন
এই সন্ধ্যাটা পারে  আজ কুয়াচ্ছন্ন হয়ে  আবেগ লুকাতে
তেমনি ভাবে পারে বাস্তবে থাকতে,
ভালোলাগা থেকেও হয় ভালোবাসা, দেখতে চেয়েও  থেকে গেলো অদেখা।


লেখক পরিচিতি : অর্পিতা ঐশ্বর্য
অর্পিতা ঐশ্বর্য বর্তমান সময়ে একজন উদয়মান কবি ও তরুণ লেখিকা তিনি ২৩ নভেম্বর ২০০১ সালে রংপুর জেলার পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের নানুর বাড়িতে জন্মগ্রহণ ।করেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন