লেখালিখি ওয়েবজিন, জন্মদিন সংখ্যা – ১৪৩০

সববাংলায় এর সাহিত্য বিষয়ক বিশেষ উদ্যোগ “সববাংলায় লেখালিখি” ওয়েবসাইটের জন্মদিন ১৪ জুন, ২০২০। সেই জন্মদিনকে পালন করতেই ২০২২ সালে নেওয়া হয় নতুন উদ্যোগ “লেখালিখি ওয়েবজিন” যার সূচনা সংখ্যা প্রকাশ করা হয় ১৪ জুন ২০২২ সালে। তারপর নিয়মিত ব্যবধানে প্রকাশিত হয়ে দ্বিতীয় বর্ষে পা রাখল এই ওয়েবজিন। বিভিন্ন গুণী লেখকের লেখায় সমৃদ্ধ হয়ে উঠেছে এই বিশেষ সংখ্যাগুলি।

ওয়েবজিন প্রকাশের সময়কাল:

জন্মদিন সংখ্যা – ১৪ জুন (লেখালিখি সাইটের জন্মদিন)
উৎসব সংখ্যা – দুর্গাপুজোর কাছাকাছি সময়ে
শীত সংখ্যা – ইংরাজি নববর্ষের কাছাকাছি সময়ে
নববর্ষ সংখ্যা – পয়লা বৈশাখ

আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভাল লাগছে। এবার আপনাদের পালা, ওয়েবজিন পড়ে বিস্তারিত মতামত কমেন্ট করে জানাবেন।

ওয়েবজিনটি পড়তে নিচের ছবিতে অর্থাৎ প্রচ্ছদে ক্লিক করুন –

জন্মদিন সংখ্যা – ১৪৩০

বি.দ্র. সবকটি সংখ্যা একত্রে পাবেন এই লিঙ্কেhttps://lekhalikhi.sobbanglay.com/category/webzines/


শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

3 Comments

  1. অরিত্র

    ওয়েবজিন বেশ ভালো হয়েছে। কিছু লেখা পড়েছি, বাকি পড়ছি/পড়বো। এখনও অব্দি যা পড়েছি, সোমা মুখোপাধ্যায়ের লেখাটা অসাধারণ লেগেছে। ইছেমৃত্যুর লেখাটাও ভারি চমৎকার।
    সজ্জা ও বিন্যাস খুব ভালো লেগেছে। সম্পাদকমণ্ডলীকে অশেষ ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।