লেখালিখি ওয়েবজিন, জন্মদিন সংখ্যা – ১৪৩১

সববাংলায় লেখালিখির পথচলা আজ চার বছর সম্পূর্ণ করল। যেমন ভাবে আপনারা নিজ মনের মাধুরী মিশিয়ে বাংলা ভাষা – সাহিত্যকে অবলম্বন করে নিজ নিজ সাহিত্যচর্চা লেখালিখির মাধ্যমে ভাগ করে নিয়েছেন আমরা আপ্লুত।

‘সববাংলায় লেখালিখি – মুক্তচিন্তার উন্মুক্ত মাধ্যম ‘ যেখানে আমরা বাংলাভাষায় সাহিত্য চর্চার সুযোগ পাচ্ছি। লেখক-পাঠক দুইয়ে মিলে যে পথচলা তা আরও সুগম হোক এই কামনা করি। আরও বেশী লেখা আসুক, পাঠক সংখ্যা বাড়ুক। লেখালিখি ছড়িয়ে পড়ুক পরিচিত মহলে কারণ যত বেশি সবাই জানবে তত বেশি এগিয়ে আসবে।

সববাংলায় লেখালিখি সকলের আন্তরিক ভালোবাসায় সমৃদ্ধি লাভ করবে সে বিষয়ে আমি আশাবাদী।

ওয়েবজিনটি নিচের ছোট্ট ছবিটি ক্লিক করে পড়ুন আর কমেন্ট করে জানান কেমন লাগল –

জন্মদিন সংখ্যা ১৪৩১

ওয়েবজিন প্রকাশের সময়কাল:

জন্মদিন সংখ্যা – ১৪ জুন (লেখালিখি সাইটের জন্মদিন)
উৎসব সংখ্যা – মহালয়ার দিন
শীত সংখ্যা – ১ জানুয়ারি
নববর্ষ সংখ্যা – ১ এপ্রিল

বি.দ্র. পুরনো সংখ্যাগুলি একত্রে পাবেন এই লিঙ্কেhttps://lekhalikhi.sobbanglay.com/category/webzines/


8 Comments

  1. অজ্ঞাতনামা কেউ একজন

    খুব সুন্দর লাগলো লেখিকা অর্পিতা প্রামাণিক এর লেখা “ফেলে আসা” গল্পটা পড়ে..আশা করি আরো অনেক গল্প পাবো আপনার থেকে..❤️☺️

  2. Ritisha Mridha

    খুব সুন্দর লাগলো লেখিকা অর্পিতা প্রামাণিক এর লেখা “ফেলে আসা” গল্পটা পড়ে..আশা করি আরো অনেক গল্প পাবো আপনার থেকে..❤️☺️

  3. অজ্ঞাতনামা কেউ একজন

    অয়ন মৈত্র স্বামী বিবেকানন্দের
    চিকাগো বক্তৃতার ওপর যে লেখাটি লিখেছেন তা আমার খুব ভালো লেগেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum