লেখালিখি ওয়েবজিন, শীত সংখ্যা – ১৪৩২

সববাংলায় লেখালিখি ওয়েবজিন শীত সংখ্যা প্রকাশিত হল। এই সংখ্যার বিশেষ আকর্ষণ মাসিক দীপায়ন পুরস্কার। এখন লেখালিখি সাইটে প্রতি মাসেই দেওয়া হচ্ছে দীপায়ন পুরস্কার – নিয়মিত লেখকদের পুরস্কৃত করতে পেরে আমরা গর্বিত। পুরস্কারপ্রাপ্ত লেখাগুলি ছাড়াও বেশ কিছু বাছাই করা লেখা নিয়ে তৈরি এই সংকলন – আশা করি সকলের ভাল লাগবে।

নিচের ছবিটি ক্লিক করে এই সংখ্যাটি পড়ুন আর কমেন্ট করে জানান কেমন লাগল

শীত ১৪৩২


ওয়েবজিনের লেখা জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা

এখন ওয়েবজিনের জন্য আলাদা করে কোন লেখা নেওয়া হচ্ছে না। ওয়েবজিনে শুধুমাত্র লেখালিখি সাইটে এই সংখ্যা প্রকাশের পর থেকে পরবর্তী ওয়েবজিন প্রকাশের আগের দিন পর্যন্ত প্রকাশিত লেখাগুলির মধ্যে সম্পাদকমণ্ডলী মনোনীত লেখাগুলিই স্থান পাবে। অর্থাৎ পরবর্তী ওয়েবজিন হতে চলেছে লেখালিখি সাইটে প্রকাশিত লেখাগুলির মধ্যে বাছাই করা লেখার আকর্ষণীয় সংকলন।

লেখা জমা দেওয়ার পদ্ধতি ও নিয়মাবলীর জন্য এখানে ক্লিক করুন

নিয়মিত অপ্রকাশিত লেখা জমা দিতে থাকলে এই বিশেষ সংকলনে আপনার লেখা নির্বাচিত হওয়ার সম্ভবনা বাড়বে, তাই নিয়মিত লেখা জমা দিন আমাদের সাইটে।

জন্মদিন সংখ্যা – ১৪ জুন (লেখালিখি সাইটের জন্মদিন)
উৎসব সংখ্যা – মহালয়ার দিন
শীত সংখ্যা – ১ জানুয়ারি
নববর্ষ সংখ্যা – ১ এপ্রিল

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up