কবি: রাজীব চক্রবর্ত্তী
আজন্ম বয়ে যাওয়া ঋণের বোঝা
আজও হয়নি চোকানো,
তবু শৃঙ্খলিত উচ্ছৃঙ্খল মানুষের দল
ঠেলাঠেলি করে শুধু পেতে।
হরির লুঠের বাতাসার মত
কুড়িয়ে নিতে চায় সব কিছু।
ভালবাসাহীন পৃথিবী আমার জন্য নয়,
অবিশ্বাসের পৃষ্ঠভূমি নয় আমার খেলাঘর।
তবু আমি চেয়ে থাকি অক্ষয় আশায়
আগামীর বিষন্ন চোখে
বিমূর্ত ভালবাসার আগুন দেখব বলে।
লেখকের কথা: রাজীব চক্রবর্ত্তী
জন্ম ১৯৭০ সালের ৩০শে ডিসেম্বর, কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দৈনন্দিনতার ক্লান্তি কাটাতেই মূলত: কলম ধরা। বেশ কয়েকটি লিট্ল ম্যাগাজিনে লিখেছেন গল্প, কবিতা। ২০১৭ সালে প্রকাশিত “সংশ্লেষ” নামক গদ্য সংকলনে স্থান পেয়েছে তাঁর মুক্তগদ্য। ঐ একই বছরে সোনারপুর কাব্যমঞ্চ আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত “অন্য গদ্য” গ্রন্থে স্থান পেয়েছে তাঁর গদ্য। জীবনের বিবিধ অনুভূতি, বাস্তবতাকে ছন্দে বাঁধার প্রয়াসে তাঁর কবিতাচর্চা।