কবি: ইচ্ছেমৃত্যু
আমি তোমার মতো হতে চেয়েছিলাম
চেয়েছিলাম তোমার আদর্শে বড় হতে
অথচ তখন আদর্শ বোধ আসেনি
তখন আদর্শ কুয়াশার ওপারের শব্দ
শোনা যায়… ঠিক বোঝা যায় না।
তবু আমি আদর্শ গড়েছিলাম –
অথচ তুমি চাওনি তোমার মত হই
ওরা চায়নি তোমার পরিণতি পাই
তবু আমি চেয়েছিলাম ‘তুমি’ হতে
আর লুকিয়ে রেখেছিলাম তোমাদের থেকে
আমাকে, আর আমার আদর্শকে।
বিশ বছর লুকিয়ে রেখেছি ওকে, আদর্শকে
আর বাইরে তোমরা যা চেয়েছিলে!
ভিতরে ভিতরে সে আদর্শ আজ মহীরুহ
অথচ বিশ বছরে তুমি বদলে গেছ
বদলে গেছে তোমার আদর্শ, বিশ্বাস
অথবা পাঁচ বছরের সে বালক ভুল –
ভুল চিনেছিল কুয়াশাময় আদর্শ শব্দটাকে।
বুঝতে পারি না, শুধু নিদ্রাহীন রাত
আর তোমার ছুঁড়ে দেওয়া আদর্শে বিশ্বাস,
আদর্শের কুয়াশা সরিয়ে বিশ্বাসে টিকে থাকার
লড়াই লড়তে লড়তে মনে হয়, একদিন
তোমার মত বয়সে এসে, বাবা,
আমারও এক ছেলে থাকবে, যে আদর্শহীনতায় ভুগবে
আর রাত জাগবে ‘আমার’ মত হতে চেয়েছিল বলে…
ছবি: কুন্তল
লেখকের কথা: ইচ্ছেমৃত্যু
জন্ম বর্ধমানের বর্ধিষ্ণু গ্রামে। পেশায় নরম তারের কারিগর আর নেশায় – রীতিমত নেশাড়ু, কী যে নেই তাতে – টুকটাক পড়াশোনা, ইচ্ছে হলে লেখা – সে কবিতা, গল্প, রম্যরচনা, নিবন্ধ যা কিছু হতে পারে, ছবি তোলা, বাগান করা এবং ইত্যাদি। তবে সব পরিচয় এসে শেষ হয় সৃষ্টিতে – পাঠক যেভাবে চিনবেন চিনে নেবেন।
নিজেকে খুঁজে পেলাম।