আমি

কবি: সৈকত নাগ

যা বিশ্বাস করি
তা লিখি না। যা লিখি
তা বলি না।

যা স্বততঃ বলি
তা বিশ্বাস করি না।

যা বিশ্বাস করি
তা পালন করি না।

দেখেছি,
নিন্দা করে যারা
তারা ক্ষমা করে না।

ক্ষমা করে যারা
তারা নিন্দা করে না।

আমি কোনোটাই পারি না।
তাই শব্দজাল বুনি।

মোহ জুড়োবো বলে।
মায়া কুড়োবো বলে।


ছবি: প্রণবশ্রী হাজরা


লেখকের কথা: সৈকত নাগ
লেখালিখি কখনোই পেশা ছিলো না। নিছক ভাবপ্রকাশের মাধ্যম হিসেবেই ব্যবহার করা, ঠিক যেমনটা কবিতার পাশাপাশি নাটক লেখা, মঞ্চ ও বাচিক অভিনয়, ছবি তোলা। মঞ্চ ও শ্রুতিনাটকের নির্দেশনাও। নিজের ভিতরকার বোধটুকু ফুটিয়ে তোলার জন্যই।

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন