বসন্তের গান

লেখক : তৈয়ব খান

ফাগুন এলো আগুন নিয়ে শিমুল কৃষ্ণচূড়ায়
বাতাবী ফুল মাতাল হয়ে মধুর সুবাস ছড়ায়
ঐ এলো ঐ এলো বসন্ত
মুগ্ধ হওয়ার দিলো সে মন্ত্র।।

আমের মুকুল দিলো উঁকি
লাজুক বধূ রাঙামূখী;
অশোক পলাশ লাল শাড়িতে
সাজলো ভীষণ সোহাগ পেতে
প্রজাপতি চুমোয় চুমোয় প্রণয় পরাগ জড়ায়।
ঐ এলো ঐ এলো বসন্ত
প্রেমিক হওয়ার দিলো সে মন্ত্র।।

কোকিলেরা পাতার ফাঁকে গায় বিরহী গান
চির প্রেমিক যে জন-, শুধু ভরায় যে তার প্রাণ
এমন দিনে কে ভাই একা!
পাওনি হৃদয় সাথীর দেখা?
হারালে কে দূর অজানায়
তাই কি ও’ গান হৃদয় বীণায়-
সপ্ত সুরে বেজে উঠে রাগ বিরহী গড়ায়?
ঐ এলো ঐ এলো বসন্ত
উদাস হওয়ার দিলো সে মন্ত্র।।


লেখক পরিচিতি : তৈয়ব খান
আমি তৈয়ব খান। নিজের পরিচয় তুলে ধরার মতো আর কিছু আমার জানা নেই। সাহিত্য ভলোবাসি, লেখার চেষ্টা করি। একটা প্রকাশনা চালাই। ব্যাস-----

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।