স্বপ্নহীন প্রতিদিন

লেখক : ইউসুফ জামিল

এক সমুদ্র নোনা জল শুকিয়ে
মনের আকাশে মেঘ হয়ে উড়ে চলে
সুবিশাল এক পাহাড়ের ঠিকানায়
যার পাদদেশে আমার স্বপ্নের বাড়ি।
পাহাড়টি আমার সুপরিচিত
আমি প্রতিদিন তার যত্ন করি,
পাহাড়ই আমার স্বপ্ন বাড়ি।
আমি পাহাড়টি দিয়েই সূর্য কুড়াই
শীতলতায় উত্তাপ ছড়াই,
মেঘ ছুঁয়ে অশ্রু ঝরাই
শুকিয়ে যাওয়া সমুদ্র আবার পূর্ণ করি।
অপূর্ণতা দিয়ে শূন্যতা কমাই
চোখের কোণে অশ্রু জমাই,
তাইতো কিছু স্বপ্ন রয়ে যায়-
স্বপ্ন হয়ে দুʼচোখের পাতায়।
এভাবেই নিত্য দিনের জীবন যাপন
এভাবেই সুখ দিয়ে দুঃখ কেনা,
স্বপ্ন দেখে স্বপ্ন ভুলা,
বেহিসাবি চলে সমীকরণ
চলে স্বপ্ন-স্বপ্ন খেলা।
আমার জীবন জুড়ে স্বপ্ন
স্বপ্নের মাঝে বেঁচে থাকা,
তবু স্বপ্ন হীন প্রতিদিন!


লেখক পরিচিতি : ইউসুফ জামিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগার বিভাগে নিবন্ধিত কবি ইউসুফ জামিল ঢাকার অন্তর্গত গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সাধারণত কবিতা ও ছড়া কবিতা রচনা করেন।

2 Comments

  1. আবদুস সালাম

    খুব সুন্দর কবিতা।
    অপূর্ণতা দিয়ে শূণ‌তার সমীকরণ
    অনবদ্য শব্দ ঝংকার
    প্রিয় কবির জন্য শুভেচ্ছা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন