আজ কারোর সাথে দেখা হয়নি

লেখক :  পার্থ সরকার

বাদ পড়ে আছে বহু প্রকল্প
আজ বড় ভিড়
সুললিত তীর্থে
আজ অভিমানে বেড়াতে গেছে
নবনির্মিত কোলাজের বহু সংকল্প
তবু, বিষাদের কথা যদি বলতেই হয়
তবে বলতেই হয়,
আজ কারোর সাথে দেখা হয়নি

বিচ্ছিন্ন দ্বীপ
আর বিচ্ছিন্ন কিছু কৃষি
কিছু হয়তো ছিলো পরিমাপ মতো ঘরের সমীপে
কিছু হয়তো ছিলো পরোয়ানা মাপ মতো পাপের সমীপে
তবু, হর্ষের কথা যদি কিছু বলতেই হয়,
তবে বলতেই হবে
আজ কারোর সাথে দেখা হয়নি ।


লেখক পরিচিতি :  পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত তাঁর সেজদা স্বর্গীয় শঙ্কর সরকারের প্রশ্রয়ে । পরবর্তী সময়ে তার বন্ধুরা তাকে প্রেরণা যোগায় । সামাজিক বৈষম্য ও প্রকৃতির ওপর মানুষের উৎপাত তাকে ক্ষিপ্ত করে । মূলত এই বিষয়ে তার ভাবনা ।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।