অস্থির পাদানির কাছে আশ্রয়

লেখক : পার্থ সরকার

সমস্ত কারুকার্যে স্বপ্নভঙ্গ
আকাশে উড়ছে পুড়ন্ত ঘুড়ি
আর প্রকাশিত হ’ল না বিনষ্ট জাগরণের পাথর
মিথ্যার কাছেই ফিরে যায় ক্যালেন্ডার

জল থইথই ডাকটিকিট
প্রথম বাদ-সম্বাদ-বিসম্বাদ
আশ্রয় শেষ
উড়ে গেছে উৎরাই

সঞ্চয়ে ফিরেছে মন্দীভূত সাবান
সামান্য খোলাঘর
খিল এঁটে …

ঈশ্বরই সত্য যদি চিৎকার করেন কফিনে

লেখক : পার্থ সরকার

সম্মেলন পুনশ্চ
আবেদন পুনশ্চ
পুনশ্চ হাতে শূন্য আতশবাজি
শেষ ধৌতকর্ম
শেষ প্রয়োজনীয় সংলাপ
এবার পাড়ি দেবেন অব্ধুত ডিম্বাকৃতি গোলার্ধে
ইত্যবসরে সেরে নিয়েছে শৌচকর্ম নির্বাচিত ফাজিল
কেউ কি বিমর্ষ ক্ষিপ্রতার সাথে ?
সাথে আধুলি অনাবিল ?

শুকনো …

হতাশা আর প্রথম উত্তরপত্র

লেখক : পার্থ সরকার

হতাশা
প্রথম উত্তরপত্র
ডুবোপাহাড়
জাহাজ সাবধান

কড়িগোণা বিকেল
তঞ্চকতা ছেড়েছে গণতান্ত্রিক সাধু
মেধা সাবধান

ঘর ঘর ভাঙন
চাঁদের হাট
পলায়ন
সেবাইত
প্রতিভা যারপরনাই
সারাংশ নেই

বন্ধ পৃথিবী
হাটখোলা রক্তশূন্যতা ।


লেখক পরিচিতি : পার্থ সরকার
মানুষের …

মানুষ পুড়ে খাক জন্মদিনে

লেখক : পার্থ সরকার

জন্মদিনে সোজা যাওয়া
জন্মদিনেই বাঁক
জন্মদিনেই ভ্রূণের কাছে
মানুষ পুড়ে খাক

উথলে ওঠা তেতো মরা
আগুন্তুকের মিথ
যাওয়ার বেলায় মিলিয়ে যায়
ফিরে আসার ভিত

‘সাধু, সাধু’ হাততালি দেয়
মুণ্ডকাটা মায়া
মেঘলা দিনে জলে ভাসে
প্রাচীন রোদের …

শেষ শাপশাপান্ত

লেখক : পার্থ সরকার

শেষ
শাপশাপান্ত
অসীম মনোভাব
মেঝেতে গড়িয়ে পড়া
চিতার ভস্মাবশেষ

তুমুল বৃষ্টি সীমান্তের দিকে
ফুরিয়ে আসে বেলা
এক উন্মেষ

শেষ
শাপশাপান্ত
অসীম মনোভাব
চিতা তুলে নেওয়ার প্রবণতা

শেষ
সব শেষ

অবশেষে ঘরে ফেরা ।

লেখক পরিচিতি :

নতুন অভিঘাত শহরে 

লেখক : পার্থ সরকার

নতুন অভিঘাত শহরে
প্রতিবার আসে
নতুন রাজগন্ধ
রজনীগন্ধা
মানবহীন ফসলের কাছে সুগভীর দৌত্য
মরণে প্রাণশীলতা
কেঁপে ওঠে জীবোত্তর দশা মৌন সংবাদে
আকর্ষী পেঁচিয়ে উঠে আসে সুখ
জ্বালানির কাছে কাঠের নতুন পাঁজর

প্রতিবার
নতুন অভিঘাতে
শহরে ।…

আহত স্তব্ধতার কাছে সুধীবৃন্দ

লেখক : পার্থ সরকার

প্রাচীন বলয়
অবতার প্রকল্পে বাতাস
জল ওঠা দুপুর
নাদুস প্রোটিন
আলাপ বীর্যহীন
ফাঁপা মানচিত্র
তবু, খাদ্যপ্রকল্প
তবু, অপুষ্টি সুরতরঙ্গে
সৃষ্টির প্রথম খনন

ব্যবধানে
জয় হোক জাতিস্মরেরে।


লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত …

খুলে রাখে দস্তানা বিতণ্ডা

লেখক : পার্থ সরকার

দস্তানা খুলে রেখে বিতণ্ডা
ঢাউস এক জলাশয়ের কাছে
নাকচ হয়ে যাওয়া এক আশ্রয়ে
জল দেয় হাতে পতঙ্গ মিত্রতা
স্তব্ধতার খোলা পরিচয়ে
পরিশুদ্ধ এই সব অবলোকন
যদি না জনান্তিকে এক উন্নয়ন
পবিত্র অপবিত্র আধেক জোছনায়
রাতের শেষ …

স্বীকারোক্তি প্রদানে জলের কাছে সম্প্রদানে

লেখক : পার্থ সরকার

স্বীকারোক্তি প্রদানে
জলের কাছে সম্প্রদানে
মেঘ করে সারাবেলা
বিকল্প অধিপতি
বিষণ্ণ দেবারতি
এক শব্দ না বলা
ক্ষণিক বহতা নদ
অস্ফুট ছায়াপথ
আবছা স্খলনে পাপ
পুণ্য ততোধিক নয়
তবু তো সঞ্চয়
থিতু হোক পরিতাপ
সামান্য হলেও অবশেষে…

দ্বিতীয় তরঙ্গেও উঠে যাবে চাঁদ

লেখক : পার্থ সরকার

দ্বিতীয় তরঙ্গেও উঠে যাবে চাঁদ…
মাঙ্গলিক উচ্চারণে ঘরের কাছে বেঁধে দেওয়া বাঁধ
‘গ্রহণ করো, গ্রহণ করো… ‘ আক্ষরিক অর্থেই প্রণতি
তবু, বধির যে জন, সে জন দিবসেই পোড়ায় দেবারতি
শূন্যমার্গ, অনেক দুরেই মায়াজাল
ভোরের কাজলে মেঘ …

শব্দরূপ ছেড়ে ফন্দিবাজ

লেখক : পার্থ সরকার

‘তোর হবে, তোর হবে..’ বলে
দুরন্ত দোলনার দিকে ছুটে গেলো ফন্দিবাজ
ধড়িবাজ মূর্খ বিন্দু বিসর্গ কিছু না বুঝে
শুধু কিছু একটা হবে
কিছু একটা করতে হবে
আগাম ভাঙনের নোটিশ পেয়ে
পায়ের ওপর ছুঁড়ে দেয় হাতুড়ির প্রথম …

আর অজ্ঞানতা ক্রমবর্ধমান

লেখক : পার্থ সরকার

আর অজ্ঞানতা ক্রমবর্ধমান
বর্ধিষ্ণু অসভ্যতা
ত্বক ছাড়িয়ে
ত্যাজ্য পরিচয়
উথলে পড়ছে ঘনত্ব
চাপা পারদ
আর আমি যাব বন্দরে
সী-গাল আছে
তথাস্তু প্রশমনে এই পর্যন্ত বিচার বিবেচনা
কিন্তু, অনেক তামাকের ছাই সরিয়ে যদি ফিরে আসতে চাই ?…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন