ঈশ্বরই সত্য যদি চিৎকার করেন কফিনে

লেখক : পার্থ সরকার

সম্মেলন পুনশ্চ
আবেদন পুনশ্চ
পুনশ্চ হাতে শূন্য আতশবাজি
শেষ ধৌতকর্ম
শেষ প্রয়োজনীয় সংলাপ
এবার পাড়ি দেবেন অব্ধুত ডিম্বাকৃতি গোলার্ধে
ইত্যবসরে সেরে নিয়েছে শৌচকর্ম নির্বাচিত ফাজিল
কেউ কি বিমর্ষ ক্ষিপ্রতার সাথে ?
সাথে আধুলি অনাবিল ?

শুকনো রামধনু
দিগন্তে বাঁশি প্রাচীন

কিছুটা সংকেত দেবে গতিবেগ ?

ঈশ্বরই সত্য যদি চিৎকার করেন কফিনে ।


লেখক পরিচিতি : পার্থ সরকার
মানুষের কুৎসিত আচরণ অসহায় মানুষের প্রতি আর প্রকৃতির প্রতি লেখককে ক্ষিপ্ত করে । তাতেই জন্ম নেয় তার কবিতা ।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

বিভিন্ন লেখকের কবিতা গল্প পাঠ শুনতে এখানে ক্লিক করুন

লেখালিখি লোগো