লেখক : প্রবীর রায়
শৈশবের সেই দিনগুলি
আজও মনে পড়ে
স্মৃতির পাতায় থাকবে
সারাজীবন ধরে।
পাঠশালায় যাওয়া-আসা
পথিমধ্যে মারামারি-দুষ্টুমি
শরৎ স্যারের কানমলা আর
বিপদ স্যারের বেতের পিটুনি।
তাইরে নাইরে ঘুরে বেড়ানো
যখন তখন দৌড়-ছুটাছুটি
উজলা নদীতে লাফ-ঝাপ
ডুবাডুবি-কাদা মাখামাখি।
একসাথে দলবেধে গিয়েছি
বারুনী-বৈশাখী মেলায়
বর্ষার দিনে মাঠে ঘুরেছি
নৌকা আর কলার ভেলায়।
পাখিও তার ডিমের সন্ধানে
ছটকা নিয়ে বনে-জঙ্গলে
কাগজে বানানো নৌকা
ভাসিয়েছি বৃষ্টির জলে।
দুষ্টুমির কারনে খেয়েছি কত
মায়ের মার আর বকুনি
ছেলেবেলার সেইসব স্মৃতি
যা আজও ভুলতে পারিনি।
লেখক পরিচিতি : প্রবীর রায়
প্রবীর রায় এর জন্ম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাংস্কৃতিক লীলাভূমি,ঐতিহ্যবাহী দীর্ঘা গ্রামে।লেখালেখির অভ্যাস শখে হলেও ছোটবেলা থেকেই সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুরাগী।
শৈশবের স্মৃতিচারণ ভালোই হয়েছে । তবে ছন্দ এবং অন্তমিলের দিকে বিশেষ নজর দেওয়ার প্রপ্রয়োজন আছে বলে মনে হচ্ছে ।