লেখক : পার্থ সরকার
দস্তানা খুলে রেখে বিতণ্ডা
ঢাউস এক জলাশয়ের কাছে
নাকচ হয়ে যাওয়া এক আশ্রয়ে
জল দেয় হাতে পতঙ্গ মিত্রতা
স্তব্ধতার খোলা পরিচয়ে
পরিশুদ্ধ এই সব অবলোকন
যদি না জনান্তিকে এক উন্নয়ন
পবিত্র অপবিত্র আধেক জোছনায়
রাতের শেষ গাড়িতে তীব্র হুইসল
অধঃপাতে এক গৃহপ্রবেশ- মুক্ত কিংবা রুদ্ধ ।
লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত তার সেজদা স্বর্গীয় শঙ্কর সরকারের প্রশ্রয়ে । পরবর্তী সময়ে তার বন্ধুরা তাকে প্রেরণা যোগায় । সামাজিক বৈষম্য ও প্রকৃতির ওপর মানুষের উৎপাত তাকে ক্ষিপ্ত করে । মূলত এই বিষয়ে তার ভাবনা ।