মেঘ বৃষ্টি রোদ

লেখক : শেখ শাহাদাৎ হোসেন

খুকুর মত অভিমানে গাল ফুলিয়ে আছে
আকাশটাকে লাগছে তেমন আজকে আমার কাছে
নিকষ কালো মেঘে ছাওয়া
পাচ্ছি নাকো একটু হাওয়া
ঘন আঁধার ঝুপসি বাঁধা বুনো ডুমুর গাছে
ভয়ে আছি আকাশ যেন ফেলবে কেঁদে পাছে।
তাইতো হল অবশেষে মানল নাকো বাঁধ
আকাশ বুঝি কেঁদে কেঁদে মেটাবে তার সাধ
কাঁদল সে কি অঝোর ধারায়
তাই দেখে মন কোথায় হারায়
মেঘের গুরু গভীর ধ্বনি লাগে আর্তনাদ
বিজলী মেয়ে চমকে ওঠে পেতে মায়ার ফাঁদ।
চাঁপার বনে হুটোপুটি উঠলো নড়ে জুঁই
সুবাস ভরা ফুলে ফুলে পড়ল ঢাকা ভুঁই
পায়রা ডাকে বকম বকম
সুরটা যেন অন্যরকম
ভাবছে মনে এত খুশি আজকে কোথায় থুই
ঘরের কোণে এমন দিনে শুধুই তারা দুই।
থোকা থোকা মেঘের ফাঁকে হঠাৎ আলোর রেশ
অরুণ রবি জেগে উঠে বলল আছে বেশ
দিগন্ত মাঠ হাসল আলোয়
ভরে গেল মনটা ভালোয়
মিষ্টি হাওয়া উড়ায় যেন স্বর্ণালী কার কেশ
হাসছে কেমন খুকুমণি রাগ অভিমান শেষ।
 

লেখক পরিচিতি : শেখ শাহাদাৎ হোসেন
পেশায় ব্যাংকার ( ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হতে স্নাতক- সম্মান, স্নাতকোত্তর )

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন