লেখক : আলী ইব্রাহিম
তোমার চোখের প্রাতুর্যে আমি প্রেমিক হয়েছি
তোমার চোখের আরাধ্যে আমি কবি হয়েছি
পৃথিবীতে এমন সুন্দর চোখ দেখিনি আর!
তোমার চোখের গভীরতায় আমি আকাশ দেখতে পাই
ওই বিশালতায় তাকিয়ে আমি ওলট-পালট হয়ে যাই।
বলতে চাই, ভালোবাসি। ভালোবাসি। ভালোবাসি।
আমি তোমার চোখ দেখেছি। চোখ দেখেছি।
সেই থেকে কুয়াকাটা উপলব্ধি করতে পারছি না আর
সেই থেকে আমি আর আঁকতে পারছি না বঙ্গোপসাগর।
সেই থেকেই ও-দু’চোখ হলো জলপাখিদের কবিতা
সেই থেকে সারাদিন সারারাত পাহারা দেয় আমাকে
আর সেই থেকে আমি আগুন ও সমুদ্রের দিকে ধাবিত।
জলের উত্তাপে উর্মির আহবানে একা থাকতে পারি না
না, না; এভাবে আমি আর পারছি না! পারছি না।
তোমার দু’চোখে চুমু দিয়ে দেখতে চাই
তুমি মানুষ কিনা।
লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।
ভালো লিখেছেন।
ধন্য হলাম প্রিয়। ধন্যবাদ…